• November 23, 2024

দীঘিনালায় জোনকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্ধোধন

মোঃ আল আমিন, দীঘিনালা: দীঘিনালা জোনের উপ অধিনায়ক মেজর মোঃ মাকসুদুল নাঈম বলেছেন, খেলাধুলা মানুষের মাঝে সম্প্রীতি ও আস্থা বৃদ্ধি করে। মনের অশান্তি ও কলুষতা দূর কনে। নিয়মিত খেলাধুলা চর্চার মধ্য দিয়ে সুস্থ মানসিকতার বিকাশ ঘটাতে হবে। ৭ মার্চ বুধবার উপজেলা খেলার মাঠে দীঘিনালা জোন আয়োজিত “২৬তম জোন কাপ ফুটবল টুর্নামেন্টে”র উদ্ধোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

এসম অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবু নব কমল চাকমা, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মোঃ সামসুদ্দিন ভুইয়া, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু,  ২নং বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, ৩নং কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন এবং ৪নং দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা প্রমূখ।

টূর্ণামেন্ট মোট দশটি দল অংশ নেয়। উদ্ধোধনী খেলায় ২নং বোয়ালখালী ইউনিয়ন পরিষদ দল ৪নং দীঘিনালা ইউনিয়ন পরিষদ দলকে ৭-০ গোলে পরাজিত করে। এর আগে টুর্ণামেন্ট উদ্ধোধন উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post