• July 4, 2025

দীঘিনালায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ প্রসীত গ্রুপের এক কর্মী নিহত

মোঃ আল আমিন, দীঘিনালা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপল্স ডেমোক্রটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের এক কর্মী নিহত হয়েছে বলে জানা গেছে।

নিহতের নাম ধর্মজয় ত্রিপুরা। নিহত ধর্মজয় ত্রিপুরা উপজেলার একই এলাকার সুখীচরণ ত্রিপুরার ছেলে। ২৮জুন রবিবার সকালে দীঘিনালা উপজেলার দুর্গম হাজাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, সকালে বাড়ি থেকে বের হন ধর্মজয় ত্রিপুরা। এ সময় প্রতিপক্ষ তার ওপর অতর্কিত গুলি চালালে দৌঁড়ে পালানোর সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ধর্মজয় ত্রিপুরার মৃত্যু হয়।

দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, প্রতিপক্ষের হামলায় এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে ধারনা। ঘটনাস্থল অত্যন্ত দুর্গম। পুলিশ মরদেহ উদ্ধারে ঘটনাস্থলের রয়েছে বলে জানান তিনি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post