দীঘিনালায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত ও বিতরণ
মোঃ আল আমিন, দীঘিনালা: “নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিববর্ষে বাংলাদেশ” এই স্লোগান কে সামনে রেখে দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষে ২০২০-২১ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় খাগড়াছড়ির দীঘিনালায় পোনামাছ অবমুক্ত করণ ও বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলার জলমহাল, প্লাবন ভূমি, বর্ষায় প্লাবিত ধান ক্ষেত, সরকারি/বেসরকারি প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত ও বিতরণ করণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ এর সভাপতিত্বে উদ্ভোধন করেন, জেলা পরিষদ এর সদস্য ও মৎস্য বিষয়ক আহবায়ক মিজ শতরুপা চাকমা।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা একে এম মোখলেছুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক ড. মঈন উদ্দিন আহমদ, উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, মৎস্য কর্মকর্তা অবর্ণা চাকমা, উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা অনুখা খীসা প্রমুখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা অবর্ণা চাকমা জানান, দীঘিনালা উপজেলার ১৫টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২শ ৭৫ কেজি পোনামাছ অবমুক্ত ও বিতরন করা হয়েছে।