• December 18, 2024

দীঘিনালায় মোটরসাইকেল-অটোরিক্সা সংঘর্ষে নিহত ১

দীঘিনালা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার দীঘিনালায় মোটরসাইকেল-অটোরিক্সা সংঘর্ষে একজন নিহত হয়েছে। জানা যায়, মোটরসাইকেল-অটোরিক্সা সংঘর্ষে রুপন্ত চাকমা নামে একজন নিহত হয়েছেন। নিহত রুপন্ত চাকমার বাড়ি দীঘিনালার কামক্যুছড়া এলাকায়। তিনি ওই এলাকার যুগল চন্দ্র চাকমার ছেলে বলে জানা গেছে। জানা যায়, রুপন্ন আকিজ কোম্পানিতে চাকরী করতেন।

রবিবার সন্ধ্যায় দীঘিনালা উপজেলা সদর থেকে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন। এ সময় পথে তার মোটরসাইকেলে অটোরিক্সা ধাক্কা দিলে এ দুর্ঘটনার শিকার হন। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দেব সাংবাদিকদের জানান, নিহতের পরিবারের কাছ থেকে কোনো অভিযোগ না আসায় কোন অভিযোগ করা হয়নি। পরিবারের লোকজন এলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post