• November 22, 2024

দীঘিনালায় লজ্জাবতী বানর উদ্ধার, পরে গহীন অরণ্যে অবমুক্ত

মোঃ আল আমিন: দীঘিনালায় একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন বিভাগ। রবিবার উপজেলার কবাখালী ইউনিয়ন এর দক্ষিন মিলনপুর এলাকার মোঃ ইউছুব মিয়ার বাড়ি থেকে বানরটি উদ্ধার করেছেন ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের মেরুং রেঞ্জ। পরে বানরটিকে ৩০ নং বড় মেরুং মৌজার গহীন অরণ্যে অবমুক্ত করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু, মেরুং রেঞ্জ কর্মকর্তা মোঃ মতিউর রহমান, ফরেস্ট গার্ড ইশারত মোল্লা, প্রাক্তন ইউপি সদস্য শহিদুল্লাহ গাজী, ফরেস্ট স্টাফ সিরাজুল ইসলাম, মোঃ জসিম উদ্দীন, আব্দুল মতিন প্রমুখ।
ফরেস্ট গার্ড ইশারত মোল্লা জানান, রবিবার বিকালে লজ্জাবতী একটি বানর উপজেলার কবাখালী এলাকার স্থানীয় লোকজন আটকে রাখে খবর পেয়ে রেঞ্জ কর্মকর্তা মোঃ মতিউর রহমান এর নেতৃত্বে বানরটি আমরা উদ্ধার করেছি। পরে তা অবমুক্ত করি।
মেরুং রেঞ্জ কর্মকর্তা মোঃ মতিউর রহমান জানান, ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জিএম মোহাম্মদ কবির এর দিকনির্দেশনায় লজ্জাবতী বানরটি আমরা উদ্ধারের পর তা গহীন অরণ্যে অবমুক্ত করি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post