• December 22, 2024

দীঘিনালায় ৩শতাধীক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ সেনাবাহিনীর

 দীঘিনালায় ৩শতাধীক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ সেনাবাহিনীর

মোঃ আল আমিন, দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালার উদালবাগান এলাকায় ক্ষুদ্র-নৃগোষ্ঠির ৩শতাধীক দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন দীঘিনালা সেনা জোন। দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্ণেল রুমন পারভেজ (পিএসসি) উপস্থিত লোকদের মাঝে কম্বল বিতরণ করেন।

রবিবার সকালে দীঘিনালা সেনা জোনের সহযোগিতায় উদালবাগান উচ্চ বিদ্যালয় মাঠে কম্বল  বিতরন অনুষ্ঠানে দীঘিনালা ইউপি চেয়ারম্যান প্রজ্ঞানজ্যোতি চাকমা উপস্থিত ছিলেন। কম্বল বিতরণ শেষে স্থানীয় কার্বারীদের (পাড়া প্রধান) সাথে মত বিনিময় করেন জোন অধিনায়ক। এসময় জোন অধিনায়ক কার্বারীদের উদ্দেশে বলেন,  “স্থানীয়দের সার্বিক সহযোগিতায় সেনাবাহিনী সবসময় পাশে রয়েছে।  একেকজন কার্বারী একেকটি পাড়ার নেতৃত্বে রয়েছেন। নিরাপত্তাসহ পাড়াবাসীর যেকোন সমস্যার কথা জানাবেন। সমস্যা সমাধানে আমাদের পক্ষ থেকে চেষ্টা করা হবে।

” কম্বল পাওয়া কার্বারীটিলা এলাকার ফুলমালা চাকমা (৬৫), এবং বড়াদম এলাকার পেডা চাকমা (৬২) জানান, হতদরিদ্র তারা। সম্প্রতি শীত অনেক বেড়েছে।  এসময় সেনাবাহিনীর কম্বল পেয়ে তারা অনেক উপকৃত হয়েছেন। এর বাহিরে একই দিন দীঘিনালা জোন সদরে পাশ্ববর্তী দরিদ্র শীতার্ত ৫০জনের মাঝেও কস্বল বিতরণ করা হয়। ৫০ টি কম্বল বিতরন করা হয়। মেজর নাহিদ হাসান পি এস সি এবং ক্যাপ্টেন এম এ মোমেন সিহাব এগুলো বিতরণ করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post