দীঘিনালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন
মোঃ আল আমিন, দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন উপলক্ষে মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক রঞ্জন কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পাবলাখালী শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিৎ বরণ বড়ুয়া, হাচিনসনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবপ্রিয় বড়ুয়া, অনাথ আশ্রম আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল হক ও উদাল বাগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবতরু চাকমা প্রমূখ।
নির্বাচনে সভাপতি ঊষা আলো চাকমা ৭৫ ভোট, সাধারণ সম্পাদক পদে ননাধন চাকমা পান ৮১ ভোট, ও সাংগঠনিক পদে শিবু চন্দ্র দে ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হন৷