মো: আল আমিন, দীঘিনালা: দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৬। মঙ্গলবার সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-আমিন।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ তরুণ কান্তি চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের অ্যাডজুটেন্ট লেফটেন্যান্ট জাওয়াদ মোহাম্মদ জাহিন। এ ছাড়া কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। পরে প্রধান অতিথি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-আমিন শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। শপথে শিক্ষার্থীরা নিয়মতান্ত্রিক ও শৃঙ্খলাপূর্ণভাবে খেলাধুলা পরিচালনার অঙ্গীকার করেন।
প্রধান অতিথির বক্তব্যে লে. কর্নেল মোঃ আল-আমিন বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শরীর সুস্থ থাকে, মন প্রফুল্ল থাকে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। তিনি আরও বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের মাদকাসক্তি ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে এবং সুশৃঙ্খল জীবন গঠনে সহায়তা করে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “ভবিষ্যতে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় নিয়মিত অংশগ্রহণ করতে হবে এবং শৃঙ্খলা ও নৈতিকতাকে জীবনের মূল আদর্শ হিসেবে ধারণ করতে হবে।”
অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে দিনব্যাপী এ বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।