দীর্ঘদিন ধরে অসুস্থ মোবারকের পাশে ইয়াং স্টার ক্লাব

মো: আল আমিন, দীঘিনালা: ডায়াবেটিস ও টাইফয়েডে আক্রান্ত হয়ে শয্যাশায়ী মোবারক হোসেন (২৫)। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার সুরেশ হেডম্যান পাড়া (জামতলী বাজার) এলাকার এই যুবক পেশায় দিনমজুর। গুরুতর অসুস্থ মোবারক বর্তমানে চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন।

এই অবস্থায় তাঁর পাশে দাঁড়িয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ইয়াং স্টার ক্লাব। বুধবার (২১ জুলাই) সকালে ক্লাবের পক্ষ থেকে মোবারকের পরিবারের হাতে প্রাথমিক আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন ইয়াং স্টার ক্লাবের সভাপতি সোলেমান ভূঁইয়া দুলাল, সহসভাপতি জাকির হোসেন পলাশ, সহসাধারণ সম্পাদক হালিম উদ্দিন নয়ন, সাংগঠনিক ও ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলাম মঞ্জু এবং আলমগীর হোসেন, মো: জাহাঙ্গীর আলম, সবুজ শেখ প্রমুখ।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মোবারকের প্রতিদিন ইনসুলিন, ওষুধ, উন্নত খাবার ও বিশ্রামের প্রয়োজন। তাঁর পরিবারের সদস্যরা জানান, চিকিৎসা চালাতে গিয়ে ধারদেনায় জর্জরিত তাঁরা। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় লক্ষাধিক টাকা।

ইয়াং স্টার ক্লাবের নেতারা বলেন, মোবারক হোসেনের চিকিৎসা ব্যয় নির্বাহে সমাজের সহৃদয় মানুষদের এগিয়ে আসা জরুরি। তাঁরা সকলের সহযোগিতা কামনা করেছেন।

Read Previous

পানছড়ি উপজেলাতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

Read Next

ভাঙনের মুখে পানছড়ির লোগাং অনুপম হিমাংশু ক্রীড়াঙ্গন মাঠ

Leave a Reply

Most Popular