দুর্নীতির অভিযোগে জিরুনা ত্রিপুরাকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ

পাহাড়ের আলো ডেস্ক: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে অসদাচারণ ও দুর্নীতির অভিযোগ দাখিল হওয়ায় তাকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সকল কার্যক্রম হতে বিরত থাকার নির্দেশ দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
৭জুলাই সোমবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলিমা বেগম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এই নির্দেশ দেয়া হয়।
এই পত্রে আরো বলা হয়, চেয়ারম্যানের বিরুদ্ধে ১৪ জন সদস্যকে অবমূল্যায়ন, খারাপ আচরণ, হস্তান্তরিত বিভাগের প্রধান ও কর্মচারীদের সাথে অসদচারণ, স্বেচ্ছাচারিতা, স্বজন প্রীতিসহ শিক্ষক বদলি বাণিজ্য, ঠিকাদারদের বিলের ফাইল আটকিয়ে ঘুষ বাণিজ্য এবং চরম দুর্নীতির অভিযোগ তদন্তাধীন রয়েছে দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে।
উক্ত অভিযোগগুলো তদন্ত দিন থাকায় অভিযোগের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চেয়ারম্যান জিরোনা ত্রিপুরাকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সকল কার্যক্রম হতে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয় ।
জিরোনা ত্রিপুরাকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মনোনীত করার পর নানা সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহল থেকে। অবশ্য নানা কৌশল অবলম্বন করে সকল ঝড়ঝাপটা মোকাবিলা করে কঠিন দিনগুলো পার করে আসছিলেন। চেয়ারম্যানেন বিরুদ্দে আনিত দুর্নীতির অভিযোগ এখন আগামীর ভবিষ্যত চ্যালেঞ্জের মুখে পড়েছে।