দুর্নীতি প্রতিরোধ কমিটির শ্রেষ্ঠ ৪ শাখাকে দুদক’র সম্মাননা প্রদান
শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া: দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে গত বুধবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে দুর্নীতি প্রতিরোধ কমিটি শ্রেষ্ঠ মহানগর ও উপজেলা প্রতিরোধ কমিটিকে ‘দুদক সম্মাননা’ প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন-এর কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান। দুদক চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. আব্দুল করিম-এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন দুদক মহাপরিচালক (প্রতিরোধ) সারোয়ার মাহমুদ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নূরুল আলম নিজামী, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মিসেস আমেনা বেগম, চট্টগ্রাম পুলিশ কমিশনার নূর-এ আলম মিনা।
সভায় বিভাগীয় পর্যায়ে চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটিকে শ্রেষ্ঠ শাখা, নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, কুমিল্লা জেলার লাকসাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিকে ‘শ্রেষ্ঠ দুদক সম্মাননা’ প্রদান করা হয়।
চট্টগ্রাম মহানগর কমিটির পক্ষে সভাপতি মিসেন মনোয়ারা হাকিম আলী, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম কমু, রাঙ্গুনিয়া উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ শামসুল আলম ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার সম্মাননা গ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শাওন পান্থ।