• October 18, 2024

দুল্যাতলী ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

 দুল্যাতলী ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদীদল ২নং দুল্যাতলীইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপির মাস ব্যাপি সাংগঠনিক কর্মসূচির আলোকে ১২ অক্টোবর শনিবার বিকাল ৫টায় মগাইছড়িতে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ২নং দুল্যাতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মো: বাহার জমাদ্দার। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদার। কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো: মোবারক হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: দেলোয়ার হোসেন ফরাজি, মো: রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মো: মকবুল আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মজিবর রহমান, আনিষুর রহমান আনিস, উপজেলা যুবদলের সদস্য সচিব মো: শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক উথোয়াইচিং মারমা উত্তম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাজমুল ইসলাম,  উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, মো: জাহাঙ্গীর হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান ও সাংগঠিনক সম্পাদক মো: হাবিব। এছাড়াও বক্তব্য রাখেন মো: তারা মিয়া, মো. শাহজান বড় মিয়া, মো: হানিফ, জলিল হাওলাদার প্রমুখ। ইউনিয়ন-ওয়ার্ড বিএনপির নেতৃতৃবন্দরা বক্তব্য রাখেন।

বক্তারা ওয়াদুদ ভূইয়ার হাতকে শক্তিশালী করতে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থেকে বিএনপির কার্যক্রম আরো গতিশীল করার আহবান জানান।  এছাড়াও নেতা-কর্মীদের কোনো প্রকার অপরাধ কর্মকান্ডে না জড়ানোর আহবান জানিয়ে আগামীর ভোটযুদ্ধে জয়লাভ করতে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জনসাধারণ আস্থা অর্জন করা যায় এমন ভালোকাজ করতে পরামর্শ ও অনুরোধ জানানো হয় সমাবেশ থেকে।

এদিকে ধারাবাহিকভাবে লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপির মাস ব্যাপি এ কর্মী সমাবেশে চলছে। আগামী ১৮ অক্টোবর লক্ষ্মীছড়ি ইউনিয়ন মহিলাদলের সমাবেশ এবং ২১ অক্টোর দুল্যাতলী ইউনিয়ন মহিলাদলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত হবে। এছাড়াও যুবদলের কর্মী সমাবেশ, স্বেচ্ছাসেবক দল, জিয়া পরিষদ ও উপজেলা বিএনপির কর্মী সমাবেশ করার প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি ও অঙ্গসংগঠন। উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদার বলেন, প্রিয় নেতা ওয়াদুদ ভূইয়ার নিদের্শে দলীয় কর্মকান্ড জোড়দার করার লক্ষ্যে পাহাড়ি-বাঙ্গালি সম্প্রীতি বজায় রাখতে কর্মী সামাবেশের পাশাপাশি বিভিন্ন এলাকায় সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হচ্ছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply