• November 22, 2024

দুল্যাতলী ইউনিয়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে অনুদান বিতরণ

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা সমাজ সেবা কার্যালয়ের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি জাতীসত্তার(পরিবারের মাঝে) অনুদান বিতরণ করা হয়েছে। ১৬ এপ্রিল বৃহস্পতিবার দুল্যাতলী ইউনিয়নের দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সামাজিক দূরত্ব বজায় রেখে এ অনুদান প্রদান করা হয়।

লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল। এ সময় উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাশেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সারওয়ার ইউসুফ জামাল, দুল্যাতলী ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমা, মহিলা সদস্যা কাজল আক্তার ও ইউপি মেম্বাররা উপস্থিত ছিলেন।

দুল্যাতলী ইউনিয়নে ২২জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের মাঝে ৪হাজার টাকা হারে এ নগদ অনুদান দেয়া হয়। অতিথিরা এ সময় বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি ঘরে থাকার পরামর্শ দেন। এই অর্থ করোনা পরিস্থিতিতে পরিবারের আর্থিক সংকট কিছুটা হলেও লাঘব হবে। তাই সরকারের দেয়া এ অর্থ খুদা নিবারণে সহায়ক ভূমিকা রাখবে।

উল্লেখ্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে পুরো উপজেলায় ৮০জনকে এ অনুদান দেয়া হয় বলে জানা গেছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post