• November 23, 2024

দুষ্ট চক্র যাতে ভালো কাজগুলো বাঁধা সৃষ্টি করতে না পারে -সিন্দুকছড়ি জোন কমান্ডার

মানিকছড়ি থেকে ফিরে মোবারক হোসেন: আপনারা যখন আমাকে ডাকবেন তখনই আমি আসবো। তবে ডাকলেও আসবো না ডাকলেও আসবো। আমি বিশ্বাস করি না ডাকলে আসার প্রয়োজন হবে না-কারণ এমন পরিস্থিতি কখনই কামনা করি না যাতে আমাকে আসতে হয়। শান্তি অতিতেও যে রকম বজায় ছিলো আগামীতেও থাকবে এ আশাবাদ ব্যক্ত করছি।

৬ এপ্রিল শনিবার নব নির্বাচিত মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত শিক্ষক’কে মানিকছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন, গুইমারা রিজিয়নের অধীন সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব,পিএসসি,জি। তিনি বলেন, কোনো দুষ্ট চক্রকে অস্থীতিশীল পরিবেশ সৃষ্টি করার সুযোগ দেয়া হবে না। রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষের চলাচলকে বিঘ্ন সৃষ্টি করবে তা মেনে নেয়া হবে না। মাদক নির্মূলে সবাইকে সজাগ থাকার আহবান জানিয়ে প্রেসক্লাবের সাংবাদিকদের কল্যাণে সম্ভব সার্বিক সহযোগীতা করার আশ্বাস দেন জোন কমান্ডার।

মানিকছড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. মাঈন উদ্দীন’র সভাপতিত্বে অনুষ্টিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার পরিষদের সদস্য এম এ জব্বার, উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মার্মা।

অনুষ্ঠানে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো.জয়নাল আবেদিন, খাগড়াছড়ি জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক তিনটহরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আতিউল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো.তাজুল ইসলাম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান ডলি চৌধুরাণীকে সংবর্ধনা দেয়া হয়। মানিকছড়ি প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান অনুষ্ঠান সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোমান মিয়া, সদর ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, ৩নং যোগ্যাছোলা ইউপি চেয়ারম্যান ক্যজয়রী মহাজন, ৪ নং তিনটহরী ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post