• January 29, 2025

দেড়যুগ পর গুইমারাতে ওয়াদুদ ভূইয়ার সম্প্রীতি সমাবেশ

 দেড়যুগ পর গুইমারাতে ওয়াদুদ ভূইয়ার সম্প্রীতি সমাবেশ

     পাহাড়ি-বাঙ্গালির মধ্যে পারস্পারিক বিশ্বাস, সুসম্পর্ক ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলার আহ্বান 

গুইমারা প্রতিনিধি: পাহাড়ি- বাঙ্গালির মধ্যে পারস্পারিক বিশ্বাস, সুসম্পর্ক ও সম্প্রীতির মাধ্যমে পাবর্ত্য এলাকায় স্থায়ী শান্তি আসবে।  সকলে মিলেমিশে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকলে উন্নয়ন হবে। মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। বৃহস্পতিবার বিকেলে গুইমারা উপজেলা বিএনপির কর্তৃক আয়োজিত শান্তি- সম্প্রীতি সমাবেশে এসব কথা বলেন, খাগড়াছড়ির সাবেক সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বিএনপির কেন্দ্রীয় সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভূঁইয়া। প্রায় দেড়যুগ পর ওয়াদুদ ভূঁইয়ার গুইমারায় আগমন উপলক্ষ্যে শান্তি, সম্প্রীতি সমাবেশের আয়োজন করে উপজেলা বিএনপি। গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগের সভাপতিত্বে উপজেলার কাশেম মার্কেটে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক এড. মালেক মিন্টু, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাগর নোমান অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

বক্তারা আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার শান্তির পাহাড়কে নরক বানিয়ে রেখেছিলো, পাহাড়ি বাঙ্গালীদের মধ্যে ভাতৃত্ববোধ নষ্ট করেছিলো, বিএনপি নেতাকর্মীদের মামলা হামলা করে হয়রানি করেছিলো। এই পাহাড়ে আর অশান্তি নয়, আগামিতে বিএনপি’কে ধানের শীষে ভোট দিয়ে সম্প্রীতি বিনষ্টকারীদের উপযুক্ত জবাব দিন। একই সাথে বিএনপির হাজার হাজার নেতাকর্মীদের গুম ও খুনিদের বিচার নিশ্চিত করতে অবিলম্বেই নির্বাচন দেয়ার আহবান জানান বক্তারা।

এসময় জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরআগে কয়েক হাজার নেতা কর্মীর উপস্থিতিতে গুইমারা উপজেলা বিএনপির সম্প্রীতি সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post