দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

রামগড় প্রতিনিধি: রামগড়ে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২২ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় উপজেলা পুরো বিএনপির উদ্যোগে অস্থায়ী কার্যালয়ে গণতন্ত্রের অতন্ত প্রহরী বিএনপির চেয়ারপারসন সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং কারামুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে রামগড় পৌর বিএনপি’র সভাপতি মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি ও জেলা বিএনপি’র সহ-সভাপতি হাফেজ আহম্মদ ভূঁইয়া। এ সময় দোয়া মাহফিলে সিনিয়র নেতৃবৃন্দ সহ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। পরে দোয়া মাহফিলে চেয়ারপারসন বেগম জিয়াসহ সারাদেশের সকল অসুস্থ নেতাকর্মীদের জন্য দোয়া করা হয়।