দেশব্যাপী সকল ধর্ষণের বিচার দাবিতে লক্ষীছড়িতে বিক্ষোভ মিছিল

নিজস্ব সংবাদদাতা, মানিকছড়ি: দেশব্যাপী সকল ধর্ষণের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে খাগড়াছড়ি লক্ষীছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) বাদ জুমা উপজেলার মঘাইছড়ি বাজারে ইহসানুল উম্মাহ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার সংলগ্নে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন খাগড়াছড়ি ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদের লক্ষীছড়ি উপজেলা শাখার সভাপতি, মগাইছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও সংগঠনের উপদেষ্টা মাওলানা আব্দুর রহিম ফারুকী, ইউপি সদস্য ও সংগঠনের উপদেষ্টা দেলোয়ার ফরাজী, সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা আবু বকর, সাধারণ সম্পাদক মাওলানা হাসান জামিল, অর্থ সম্পাদক মাওলানা মিজানুর রহমান প্রমূখ। বিক্ষোভ মিছিলে স্থানীয় কয়েকশত মানুষ অংশ নেন।