দ্বীনি শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মানবপ্রেম ও দেশাত্মবোধ জাগ্রত করতে হবে

ফটিকছিড়ি প্রতিনিধি: পটিয়া হাইদগাঁওয়ে শাহ আকবরিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা হযরত কাজী ফয়েজ আহমদ খলিফা (রহ.) ২৩তম বার্ষিক ওরশ শরিফ ১২ মার্চ-২০১৮ সোমবার মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে আয়োজিত মাহফিরে সভাপতিত্ব করেন শাহ আকবরিয়া জামে মসজিদের খতিব মাওলানা শামছুল আলম খায়েরী।  মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন ও আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার কেন্দ্রীয় সভাপতি, রাহবারে শরীয়ত ও ত্বরীকত হযরত শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.) বলেন, দ্বীনি ও আধুনিক উভয় জ্ঞানে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে পারদর্শী করে তুলতে হবে। তবেই তারা দ্বীনের খেদমতে ও দেশ-জাতি গঠনে অবদান রাখতে সক্ষম হবে। তিনি বলেন, দ্বীনি শিক্ষাদানের পাশাপাশি দেশপ্রেম, মানবতাবোধ ও মানবিক গুণে মাদ্রাসা শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে।

দ্বীন ইসলামের সঠিক শিক্ষা তাদের দিতে হবে। ইসলামের ভুল অনুশীলন ও প্রকৃত ইসলামী শিক্ষার অভাবেই কিছু মাদ্রাসা শিক্ষার্থী উগ্রপন্থী ও জঙ্গিবাদি হয়ে উঠার বড় কারণ বলে তিনি উল্লেখ করেন। কাজী ফয়েজ আহমদ খলিফা (রহ.) এর মানবিক গুণ, চারিত্রিক মাধুর্য ও মহৎ গুণাবলি ছিল মুগ্ধ করার মতো। তিনি মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠার মধ্য দিয়ে দ্বীনি মিশন জারি রাখার দায়িত্বই পালন করেছেন। হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের তহবিল থেকে শাহ আকবরিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানার জন্য ১ লাখ ৭০ হাজার টাকা অনুদান দেন ট্রাস্টের চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)। মাহফিলে আলোচনায় অংশগ্রহণ করেন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস আল্লামা হাফেজ আশরাফুজ্জামান আল্-কাদেরী, আন্জুমান কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব কবির চৌধুরী, চট্টগ্রাম মহানগর আন্জুমান সভাপতি খলিফা আলহাজ্ব বোরহান উদ্দিন, শাহ আকবরিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা বখতিয়ার হামিদ, মইনীয়া ওলামা মাশায়েখ ফোরামের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ ইসমাইল হোসাইন সিরাজী, শাহ আকবরিয়া কমপ্লেক্সের সভাপতি জনাব তোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম, সহসভাপতি কাজী মুহাম্মদ শহিদুল্লাহ, শাহ আকবরিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি জনাব মো: ইউছুফ, সাধারণ সম্পাদক খায়ের আহমদ, খাদেম কাজী শওকত ওসমান, কাজী ফয়েজুল আকবর রোকন প্রমুখ। ওরশ মাহফিলে সালাত-ছালাম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মুনাজাত পরিচালনা করেন শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post