ধানের শীষের পক্ষে গণসংযোগে ব্যস্ত শরীফুল ইসলাম

শেয়ার করুন

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ৫নং বাবুছড়া ইউনিয়নে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দীঘিনালা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফুল ইসলাম।

শুক্রবার ও শনিবার বাবুছড়া ইউনিয়নের প্রতিটি গ্রাম, পাড়া ও মহল্লায় ঘরে ঘরে গিয়ে খাগড়াছড়ি আসনের ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভুঁইয়ার পক্ষে ভোট প্রার্থনা করেন তিনি। এ সময় তিনি বলেন,
“জনগণ আজ পরিবর্তন চায়। ধানের শীষ হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। এই প্রতীকের বিজয়ের মাধ্যমেই দেশে ন্যায়বিচার, আইনের শাসন ও মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনা সম্ভব।”
তিনি আরও বলেন,
“বিএনপি ক্ষমতায় এলে পাহাড়ের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে। দীঘিনালা ও বাবুছড়া ইউনিয়নের দীর্ঘদিনের সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে।”
শনিবার বিকেলে বাবুছড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে প্রচারণাকালে শরীফুল ইসলাম বলেন, “ভয়ের রাজনীতি নয়, ভোটের রাজনীতির মাধ্যমেই রাষ্ট্র পরিচালিত হওয়া উচিত। জনগণ যদি নির্ভয়ে ভোট দিতে পারে, তাহলে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।”
এ সময় বাবুছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ওবায়দুল্লাহসহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঘরে ঘরে পৌঁছে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।