ধানের শীষের সমর্থনে পানছড়িতে গণসংযোগে ঝাঁপিয়েছে বিএনপি

শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের মতো খাগড়াছড়ি জেলার পানছড়িতেও নির্বাচনী তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে পানছড়ি উপজেলা শ্রমিক দলের আয়োজনে ৫নং উল্টাছড়ি ইউনিয়নের ২নং জিয়ানগর ওয়ার্ড এলাকায় ঘরে ঘরে গণসংযোগ ও প্রচার অভিযান অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত “মার্চ ফর ধানের শীষ” গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মোঃ নূরুল কায়েস শিমুল ও মোঃ মোবারক হোসেন, সহ-দপ্তর সম্পাদক মোঃ আল আমিন সোহাম, ৫নং উল্টাছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল হোমেন ও সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল বসর।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান আজিজ, সহ-সাধারণ সম্পাদক কুসুম উদ্দিন ফারুক, প্রচার সম্পাদক মজিবুর রহমান, উপজেলা কৃষকদলের সভাপতি ও উল্টাছড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আবুল হাশেম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল মান্নান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ শাহজাহান, সাধারণ সম্পাদক মোঃ হারুন মিয়া ও সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী ও সমর্থক।