চাকমা সম্প্রদায়ের সাথে ওয়াদুদ ভূইয়া’র মতবিনিময় সভা
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার চাকমা সম্প্রদায়ের সমাবেশ সদরস্থ পৌর টাউন হল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে প্রদান করেন বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান জনাব ওয়াদুদ ভূইয়া।
খাগড়াছড়ি জেলা বিএনপির সিঃ সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা’র সভাপতিত্বে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু’র সার্বিক ব্যবস্থাপনায় আরো বক্তব্যে রাখেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, সাধারণ সম্পাদক এম এন আবছার, সহ-সভাপতি মংসুথোয়াই চৌধুরী, কংচাইরী মাস্টার, ক্ষেত্র মোহন রোয়াজা, দেবরানী চাকমা, যুগ্ম সম্পাদক এড.মালেক মিন্টু, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা, আবু তালেব, ক্ষনি রঞ্জন ত্রিপুরা, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক নীলপদ চাকমা, দপ্তর সম্পাদক সুজন স্মৃতি চাকমা, দিঘীনালা উপজেলা বিএনপির সহ-সভাপতি শান্তিপ্রিয় চাকমা, সাংগঠনিক সম্পাদক জ্ঞান জ্যেতি চাকমা, দিঘীনালা ইউনিয়ন বিএনপির সভাপতি সময় বিকাশ চাকমা, মানবিক কল্যান সংস্থার সভাপতি শান্তিময় চাকমা মেম্বার, রাঙ্গাপানি ছড়ার সামাজিক ব্যক্তি ভূষন চাকমা, পানছড়ি চেঙ্গী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিজয় রাজ চাকমা প্রমুখ
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।