• December 27, 2024

নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের পিএসসি ও জেএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের পিএসসি ও জেএসসি পরীক্ষায় সরকারিভাবে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরক সংবর্ধনা দিয়েছে। ৩০ সেপ্টেম্বর রবিবার বেলা সাড়ে ১০টায় সদর জোনের উদ্যোগে বাগান বিলাশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি সদও জোন কমান্ডার লে. কর্ণেল মোহাম্মদ আরাফাত হোসেন।

এসময় তিনি বলেন, দুর্গম পাহাড়ি অঞ্চলে নানা প্রতিকুলতার মাঝে শিক্ষার্থীরা এই অর্জন অত্যান্ত কঠিন। শিক্ষার্থীদের সম্প্রীতি ও সৌহার্দ্য অটুট রেখে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ায় জোনের এই প্রচেষ্টা। এসময় জোনের উপ-অধিনায়ক মেজর মো. মাকসুদুল আলম, নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের প্রধান শিক্ষক রুশদীনা আখতার জাহান বক্তৃতব্য রাখেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post