• December 21, 2024

নবাগত পুলিশ সুপারের সাথে শুভেচ্ছা বিনিময়

 নবাগত পুলিশ সুপারের সাথে শুভেচ্ছা বিনিময়

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির নবাগত পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল এর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন মানবাধিকার সংগঠন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড কেন্দ্রীয় সমন্বয়ক (পার্বত্য অঞ্চল) ও খাগড়াছড়ি জেলা শাখার নেতৃবৃন্দ। সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময়কালে এসপি আরেফিন জুয়েল বলেন, “মানবাধিকার সংগঠন এবং পুলিশ বাহিনী একে অপরের সহযোগী। আমাদের উদ্দেশ্য মানবসেবা।

শুভেচ্ছা বিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সমন্বয়ক অংচিংনু মারমা, সিনিয়র সহ সভাপতি পাঞ ঞা জ্যোতি ভিক্ষু, সহ সভাপতি সুবোধ কুমার চাকমা, সাধারণ সম্পাদক চাইথোয়াই অং মারমা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রবি শংকর চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক মো: জুলহাস উদ্দিন, দীঘিনালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রমোদ কুমার মুৎসুদ্দী এবং বাংলাদেশ প্রেস ক্লাব, খাগড়াছড়ি শাখার আহŸায়ক দেব প্রসাদ ত্রিপুরা প্রমুখ।

উল্লেখ্য, আরেফিন জুয়েল গত ৮ সেপ্টেম্বর পার্বত্য জেলা খাগড়াছড়ির পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। ইতোপূর্বে ১৪ এপিবিএন কক্সবাজার এর এসপি হিসেবে কর্মরত ছিলেন বিসিএস ২৫ তম ব্যাচের এই চৌকস পুলিশ কর্মকর্তা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post