নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে লক্ষ্মীছড়িতে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

শেয়ার করুন

মোবারক হোসেন: আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উদযাপন উপলক্ষে পুষ্পমাল্য অর্পন, প্রভাত ফেরি, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। লক্ষ্মীছড়ি উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, লক্ষ্মীছড়ি জোন কর্তৃক পরিচালিত বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীছড়ি থানা, লক্ষ্মীছড়ি কলেজ, লক্ষ্মীছড়ি মডেল সরকারি হাইস্কুল অমর একুশের প্রথম প্রহরে সকাল ৭টায় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করে। লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংগ্য প্রু মারমা, থানার অফিসার ইনচার্জ আ: জব্বারসহ উপজেলা বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।

এছাড়া উপজেলা আওয়ামলীগ ও অঙ্গসংগঠন, উপজেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, যুব রেডক্রিসেন্ট সোসাইটি, বাজার লেবার এসোসিয়েশন, বাজার লেবার সমিতি, চতুর্থ শ্রেনী কর্মচারী ক্লাব, পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) শহীদ মিনারে পুষ্পমাশল্য অর্পন করে। পরে একটি প্রভাত ফেরি লক্ষ্মীছড়ি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে আলোচনা সভায় মিলিত হন। অমর একুশ ভাষা আন্দোলনের উপর চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এদিকে লক্ষ্মীছড়ি সেনা জোন কর্তৃক পরিচালিত বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। পুষ্পমাল্য অর্পন ছাড়াও প্রভাত ফেরি, আালোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। নবাগত লক্ষ্মীছড়ি জোন কমান্ডার ও বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি লে: কর্ণেল মো: জান্নাতুল ফেরদৌস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।