• March 15, 2025

নানা আয়োজনে ফটিকছড়িতে মুজিব শতবর্ষ উদযাপন

শাহনেওয়াজ নাজিম: যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে ফটিকছড়ির সমিতির হাটে মুজিব শতবর্ষ উদযাপিত হয়েছে।

১৭ মার্চ মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে সকাল ৮টায় কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ৯টায় কেক কেটে মুজিব শতবর্ষ উদযাপন করে পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় উপস্থিত ছিলেন সমিতির হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ ইমন, ইউপি সচিব জাহেদুর রহমান, ইউপি সদস্য মুক্তিযোদ্ধা ছালেহ আহমদ, মোজাম্মেল হক, আইয়ুব, নুরুল আলম, সেলিম, নুরুল আলম কুতুবী, ফিরোজ আজম, জামাল উদ্দিন, রেজিয়া বেগম, সাবেক চেয়ারম্যান নুর আহমদ, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম মঞ্জু, মোঃ আবু তৈয়ব ভূঁইয়া প্রমুখ।

এছাড়াও সদ্য প্রতিষ্ঠিত উত্তর নিশ্চিন্তাপুর নুর-ছাফা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে কোরআন খতম, মিলাদ মাহফিল, বৃক্ষ রোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ ইমন।

বিশেষ অতিথি ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মুজিবুল হক, উপদেষ্টা বি.কম শাহ আলম প্রমুখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post