• April 19, 2025

নানা আয়োজনে তাইন্দং উচ্চ বিদ্যালয়ের ১ম পুনর্মিলনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: “এসো মিলি জড় হই এক সাথে” এ শ্লোগানে নানা আয়োজনে প্রথম বারের মত পালিত হলো খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উৎসব। প্রাক্তন ছাত্র/ছাত্রীদের উদ্যোগে অনুষ্ঠিত উৎসবটি সকাল থেকে সেতু বন্ধনে পরিনত হয়েছে। তাইন্দং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হুমাউন কবিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রিজাউল করিম।

এসময় তিনি বিদ্যালয়টির নানান উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, বিদ্যালয়ের উন্নয়নের জন্য এখন আর কোন কিছু ছেয়ে নিতে হবেনা, পর্যায়ক্রমে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের কাজ হাতে নিয়েছেন সরকার। তাই সকলেরই উচিৎ উন্নয়নের ধারাবাহিকতায় সরকারকে সহযোগীতা করা। এছাড়াও শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে তাইন্দং ইউনিয়নে অবস্থিত ভগবান টিলাকে পর্যটর শিল্পে পূর্ণ রূপ দেয়ার ঘোষনাও দেন প্রধান অতিথি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিগার সুলতানা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খাগড়াছড়ির সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ, মাটিরাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, পূর্ণমীলনি উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক কামাল হোসেন ভুইঞা, আহবায়ক মোঃ নজরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেয়া হয়। এছাড়াও রাতে সাংস্কিতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post