• December 4, 2024

মাটিরাঙ্গায় কমিউনিটি পুলিশিং ডে’ উযাপন 

 মাটিরাঙ্গায় কমিউনিটি পুলিশিং ডে’ উযাপন 
স্টাফ রিপোর্টার: ‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ এই স্লোগানে খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে’ ২০২২ উৎযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচীর আয়োজন করা হয়। সকালে বেলুন উড়িয়ে সূচিত হয় দিনটির আনুষ্ঠানিকতা। পরে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে মাটিরাঙ্গা পৌরসভার বিভিন্ন সড়ক পদক্ষিন করে। এ সময় বিভিন্ন জনসচেতনতামূলক শ্লোগান সম্বলিত ব্যানার, পেস্টুন নিয়ে র‍্যালিতে বিভিন্ন শ্রেণী-পেশার অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের ২য় পর্বে মাটিরাঙ্গা থানার হল রুমে অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী‘র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামসুল হক,ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান ডালিম, খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. রইচ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা পুলিশ ও জনগণের মাঝে ভ্রাতৃত্ববোধ তৈরি মাধ্যমে সমাজ থেকে বাল্য বিবাহ, মাদক নির্মূল, নারী নির্যাতন, ইভটিজিং, কিশোর গ্যাং অপরাধ, সাম্প্রদায়িক সহিংসতা নির্মূল করতে পুলিশকে আরো বেশি সহযোগিতা করতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের আহ্বান জানান।##

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post