• December 26, 2024

নানিয়ারচরে চান্দের গাড়ি উল্টে নারী নিহত, আহত ৩

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির নানিয়ারচর উপজেলায় চান্দের গাড়ি উল্টে মধুমিতা চাকমা (২৬) নামের এক নারী নিহত হয়েছে। ১৮নভেম্বর রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নানিয়ারচর উপজেলা থেকে একটি চান্দের গাড়ি যাত্রী নিয়ে উপজেলার কুতুকছড়ি এলাকায় পৌছলে হঠাৎ গাড়িটি উল্টে গেলে ঘটনাস্থলে একনারীসহ চারজন হতাহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয়রা রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করিয়েছে। আর নিহতের মরদেহ তার স্বজনরা সৎকার করার জন্য গ্রামের বাড়িতে নিয়ে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post