নানিয়ারচরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ১০

স্টাফ রিপোর্টার: রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়কে নানিয়ারচরে ১৭মাইল এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে অন্তত ১০জন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসার সময় চিকন চাঁদ চাকমা (৬৫) মারা যায়। ১৩ মে সোমবার দুপুর ১টার দিকে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। আহদের রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার কিছু পর বাসটি রাঙ্গামাটি থেকে খাগড়াছড়ির দিকে যাত্রা করে বাসটি। লোকাল বাস হওয়ায় বাসটি সড়কে যাত্রী উঠানামা করে। বাসটি নানিয়ারচরের ১৭ মাইল নামক এলাকায় পৌঁছালে সেখানে একটি সিএনজিকে সাইড দিতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে।

নানিয়ারচর থানার অফিসার্স ইনচার্জ কবির হোসেন জানান, ১৭ মাইল এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে একজন মারা গেছে আরও বেশ কয়েকজন আহত হয়েছে। বাসটি পুলিশ হেফাজতে থাকলেও চালক এবং হেলপার পালিয়ে গেছে বলে জানান তিনি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post