নিত্য প্রয়োনীয় দ্রব্যের মুল্য বৃদ্ধি গুম খুনের প্রতিবাদে বিএনপি,র বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার: বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি বিদ্যুতের চরম লোডশেডিং সহ নিত্য প্রয়োনীয় দ্রব্যের মুল্য বৃদ্ধি এবং ভোলায় ছাত্রদলের নুরে আলম, স্বেচ্ছা সেবক দলের আঃ রহিম হত্যা ও সারা দেশে গুম খুনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৭ আগষ্ট শনিবার বিকাল ৩টার দিকে মাটিরাঙ্গা উপজেলা বিএনপি,র আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে তেল সহ নিত্য প্রয়োনীয় দ্রব্যের মুল্য বৃদ্ধি এবং ভোলায় ছাত্রদলের নুরে আলম, স্বেচ্ছাসেবক দলের আঃ রহিম হত্যা ও সারা দেশে গুম খুনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে মাটিরাঙ্গা উপজেলা বিএনপি,র সিনিয়র সহ-সভাপতি মো: নজরুল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপ ‘র সাধারণ সম্পাদক এমএন আবছার।
এসময়, জেলা বিএনপি,র সহ-সভাপতি নাছির আহম্মদ চৌধুরী, জেলা বিএনপি,র যুগ্ন-সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল মালেক মিন্টু, জেলা যুবদলের সভাপতি মাহবুলুল আলম সবুজ,পৌর বিএনপির সভাপতি মো: বাদশা মিয়া বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। উপজেলা বিএনপি,র সাধারণ সম্পাদক বদিউল আলম বদির নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি,যুবদল, ছাত্রদল ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা বিএনপি,র সাধারণ সম্পাদক এমএন আবছার বলেন নিরীহ নেতাকর্মীদের আর মারবেন না মন্তব্য করে তিনি বলেন, দেশ এখন সীমাহীন বিপদে আছে, দেশে রিজার্ভ ফান্ড শূণ্য। দেশে নীরব দুর্ভিক্ষ চলছে। আমরা আর কোন নেতাকর্মীদের মৃত্যু চাইনা। দেশে এখন বিদ্যুতের দৈন্যদশা আর কিছুদিন পর দেশের কর্মচারীরা তাদের বেতন ভাতা দিতে পারবে না সরকার। বিএনপির পিঠ দেয়ালে ঠেকে গেছে আমরা আর সহ্য করবো না। নিজেদের জীবন বাঁচাতে আমরা প্রতিরোধ গড়ে তুলবো। তিনি আরো বলেন সরকার আবারো ভোট কারচুপি করে ক্ষমতায় থাকার জন্য ইভিএমে ভোট গ্রহণ করতে চায়।