• December 23, 2024

যেকোন পরিস্থিতি মোকাবেলার জন্য সেনাবাহিনী প্রস্তুত -মহালছড়ি জোন কমান্ডার

মহালছড়ি প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে পরিচালনার লক্ষে মহালছড়ি সেনা জোনের উদ্যেগে জোন সদরে নিরাপত্তা সম্মেলন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

২৬ ডিসেম্বর বুধবার সকাল ১০টায় এ মতবিনিময় সভায় মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অতিরিক্ত পুলিশ সুপার মো: তৌহিদুল আরিফ, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না নাসরিন উর্মি, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মো: মাসউদ পারভেজ মজুমদার, খাগড়াছড়ি সদর উপজেলার এসিল্যান্ড তৃলা দেব, ৩২ বিজিবি’র জেসিও সৈয়দ মোখলেছুর রহমান, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ নুরে আলম ফকির, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটু, মহালছড়ি উপজেলা নিবার্চন কর্মকর্তা রিকল চাকমাসহ মহালছড়ি জোনে অন্যান্য সেনা কর্মকর্তাবৃন্দ।

মতবিনিময় সভায় মহালছড়ি জোন অধিনায়ক বলেন, নির্বাচনের দিনে বিশৃংখলা সৃষ্টিকারী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবেনা। স্থানীয় প্রশাসনকে সহযোগিতা প্রদান ছাড়াও যে কোন পরিস্থিতি মোকাবেলা করতে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। ভোটারেরা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে আসতে পারে সেদিকে খেয়াল রেখে নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী ২ জানুয়ারী পর্যন্ত সেনাবাহিনীর টহল বহাল থাকবে বলে জানিয়েছেন তিনি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post