• June 17, 2024

নৌকার বিজয়: আনন্দের বন্যায় ভাসছেন নির্মলেন্দু চৌধুরী

 নৌকার বিজয়: আনন্দের বন্যায় ভাসছেন নির্মলেন্দু চৌধুরী
স্টাফ রিপোর্টার: শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ চলে খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে। বর্তমান মেয়র রফিকুল আলমকে হারিয়ে  মেয়র পদে জয়লাভ করেছেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী। তিনি পেয়েছেন ৯০৩২ ভোট। মো. রফিকুল আলম পেয়েছেন ৮৭৪৯ভোট। কেন্দ্র থেকে ফলাফল ঘোষণার পর সামাজিক যোগযোগ মাধ্যম ফেইসবুকে নৌকা প্রতীকের এগিয়ে থাকার খবর ছড়িয়ে পরে। বিজয় খবর ঘোষণার পর দলীয় নেতা-কর্মীরা ফুল দিয়ে অভিনন্দন জানান।
জয় লাভ করার পর নির্মলেন্দু চৌধুরী নিজের মতামত ব্যক্ত করে বলেন, ‘পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করার জন্য, পৌর পিতা কিংবা শাসক নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই। আওয়ামী লীগ এবং জনসাধারণের ভোটে উন্নয়নের প্রতীক নৌকা প্রতীকে আমি মেয়র হয়েছি। এখন থেকে  সবসময় জনগণের কল্যাণে কাজ করব। আজীবন জনগণের কল্যাণেই কাজ করে যেতে চাই। আমি আপনাদের সকলের সহযোগিতায় সবধরনের নাগরিক সুবিধা সম্পন্ন একটি পৌরসভা গঠন করতে চাই। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post