ন্যাশনাল সার্ভিসের চাকুরী স্থায়ীকরণের দাবিতে রামগড়ে মানববন্ধন, স্মারকলিপি
রামগড় প্রতিনিধি: বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ী সারাদেশে বেকার সংকট নিরসনে ন্যাশনাল সার্ভিসের মাধ্যমে প্রশিক্ষন শেষে দেশের বেকার যুব-যুবমহিলাদের বিভিন্ন স্কুল ও সরকারী দপ্তরে কর্মরত কর্মীদের চাকুরী স্থায়ী করণের দাবিতে জেলার রামগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রবেশমুখে আয়োজিত মানববন্ধনে ন্যাশনাল সার্ভিস কর্মীদের সংগঠন একতা কল্যান পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: মোস্তফার সভাপতিত্বে মানববন্ধনে সংহতি প্রকাশ করে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি মোঃ আব্দুল কাদের।
ন্যাশনাল সার্ভিসের কর্মী আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্যে রাখেন, হলাক্রা মার্মা, মোঃ দেলোয়ার হোসেন, পুলক বড়ুয়া প্রমুখ। মানববন্ধনে উপজেলার ১৭৬ জন কর্মী অংশ গ্রহণ করে। এসময় ন্যাশনাল সার্ভিস কর্মীদের সাথে একাতœতা ঘোষণা করে মানববন্ধনে অংশ নেন উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণীপেশার লোকজন। পরে রামগড় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এটিএম মোর্শেদ এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে লেখা একটি স্মারকলিপি পেশ করা হয়।