• May 13, 2024

পরিবহন ধর্মঘটে অচল বান্দরবান: যাত্রীরা বিপাকে

 পরিবহন ধর্মঘটে অচল বান্দরবান: যাত্রীরা বিপাকে

ডেস্ক রিপোর্ট: পরিবহন ধর্মঘটে অচল হয়ে পড়েছে বান্দরবান জেলা শহর। ২৮ এপ্রিল সকাল থেকে বান্দরবান কেরানিরহাট চট্টগ্রাম, বান্দরবান – কক্সবাজার সহ বান্দরবান- রাঙ্গামাটি সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। সাধারণ যাত্রীরা পড়েছেন বিপাকে। হালকা যানবাহন চলাচল করায় দ্বিগুণ ভাড়া দিয়ে তারা গন্তব্য যাচ্ছেন। সড়কে যানবাহনের সংকট রয়েছে। প্রয়োজন অনুযায়ী যানবাহন না থাকায় যাত্রীরা মোটরসাইকেল ট্যাক্সি সহ হালকা যানবাহন দিয়ে গন্তব্যে যাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে পরিবহন শ্রমিকদের উপর হামলার ঘটনার প্রতিবাদে সকাল থেকে দক্ষিণ চট্টগ্রামে এই পরিবহন ধর্মঘট চলছে। এর অংশ হিসেবে বান্দরবানের সাথে সারাদেশের দূরপাল্লার সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা কয়েকটি বাস আসলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত বান্দরবান শহর থেকে কোন যাত্রীবাহী বাস ছেড়ে যায়নি। বাস স্টেশনে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিবহন শ্রমিক নেতা ঝন্টু দাশ সাংবাদিকদের জানান, ঢাকায় পরিবহন শ্রমিকদের উপর হামলার ঘটনার প্রতিবাদে পরিবহন শ্রমিক সংগঠনগুলো এই ধর্মঘটে ডাক দিয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post