পলাশপুর জোনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মাটিরাংগা স্টেশন কর্তৃক অগ্নি নির্বাপন কর্মশালা ও মহড়া
খাগড়াছড়ি প্রতিনিধি: রবিবার ২৯ মে খেদাছড়া (৪০ বিজিবি) এর ব্যবস্থাপনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মাটিরাংগা স্টেশন এর সমন্বয়ে ব্যাটালিয়ন সদরের প্রশিক্ষণ মাঠে অগ্নি নির্বাপন কর্মশালা এবং মহড়া অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মাটিরাংগা স্টেশন এর প্রশিক্ষিত দল কর্তৃক প্রয়োজনীয় সরঞ্জামাদি দ্বারা ব্যাটালিয়নের সদস্যদেরকে ব্যাটালিয়ন প্রশিক্ষণ মাঠে অগ্নি নির্বাপনের সঠিক কৌশল হাতে কলমে শেখানো এবং দেখানো হয়। সৈনিকদেরকে ফায়ার এক্সটিং গুইসার, ভেজা চটের বস্তা, হাত দিয়ে গ্যাস সিলিন্ডার হতে উৎপত্তিকৃত আগুন নিভানো, সৈনিক ব্যারাক, অফিস, কল-কারখানা, বাড়িঘরে আগুন নিভানো, বৈদ্যুতিক শক সার্কিট হতে উৎপত্তিকৃত আগুন নিভানোর কৌশল হাতে কলমে দেখানো হয়।
এতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মাটিরাংগা স্টেশন এর ভারপ্রাপ্ত স্টেশন অফিসার জীবক বড়ুয়া অগ্নি নির্বাপন সংক্রান্ত বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। মহড়া চলাকালীন সময়ে পলাশপুর জোন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন এবং ব্যাটালিয়নের অন্যান্য পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।