• November 23, 2024

পলাশপুর জোন ৪০ বিজিবির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

 পলাশপুর জোন ৪০ বিজিবির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

স্টাফ রিপোর্টার: ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার পলাশপুর জোন খেদাছড়া ব্যাটালিয়নের (৪০ বিজিবি) উদ্যোগে বিজিবির জোন সদর দপ্তরে গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন পলাশপুর জোন খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবির জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন বিজিওএম পিএসসি।

৭ জুলাই পলাশপুর জোনের আয়োজনে পলাশপুর জোন সদরসহ অধীনস্থ সকল বিওপি ক্যাম্পের পতিত-অব্যবহৃত জমিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ভেষজ ওষুধি গাছের চারা বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন পলাশপুর জোন খেদাছড়া ব্যাটালিয়নের (৪০ বিজিবি) জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন বিজিওএম, পিএসসি।

পলাশপুর জোনের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহা. দেলোয়ার হোসাইন, জুনিয়র কর্মকর্তা, অন্যান্য পদবির সদস্য এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

পলাশপুর জোন খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবির জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন বিজিওএম পিএসসি বলেন, বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ব্যাটালিয়ন সদর দপ্তর ও বিওপিগুলোতে বিভিন্ন প্রজাতির কয়েক হাজার ফলদ, বনজ, ওষুধি গাছের চারা রোপণ করা হয়েছে। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় বিজিবি সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post