স্টাফ রিপোর্টার: পায়ে হেঁটে দুর্গমোঁহাড়ে মানবিক সহায়তা নিয়ে দরিদ্র পরিবারের পাশে দাড়ালেন লক্ষ্মীছড়ির ইউএনও সেটু কুমার বড়ুয়া। শনিবার সকালে খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলার দুর্গম বুইক্কেছড়া এলাকায় কর্মহীন ও অসহায় দরিদ্র ৩৫াট পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন।সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে বুইক্কেছড়া এলাকার মানুষের দুঃখ-দুর্দশা ও নাগরিক অধিকার থেকে পিছিয়ে পড়ার চিত্র প্রকাশিত হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার নজরে আসে।
১৬ আগষ্ট শনিবার ইউএনও সরেজমিনে বুইক্কেছড়া এলাকায় যান এবং ৩৫টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণ, চিনি, মুড়ি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
খাদ্যসামগ্রী বিতরণ শেষে ইউএনও সেটু কুমার বড়ুয়া বলেন, মানুষের সমস্যার কথা কেউ তুলে ধরলে আমি তা গুরুত্বসহকারে বিবেচনা করি এবং সমাধানের চেষ্টা করি। এখানে এসে দেখলাম, স্কুল না থাকায় শিশুরা পড়ালেখা থেকে বঞ্চিত। তাই ব্র্যাক এনজিওর সঙ্গে আলোচনা করে দ্রুত শিক্ষার ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, যাদের এখনো জাতীয় পরিচয়পত্র হয়নি, তাদের পরিচয়পত্র করার পদক্ষেপ নেওয়া হবে। জন্মনিবন্ধনবিহীন শিশুদের দ্রুত জন্মনিবন্ধনের নির্দেশনা দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদকে আগামী এক সপ্তাহের মধ্যে হালনাগাদ তালিকা জমা দিতে বলা হয়েছে।
ইউএনও বলেন, আমরা চাই, কোনো পরিবার নাগরিক অধিকার থেকে পিছিয়ে না থাকে। প্রয়োজনে যেকোনো সহযোগিতার জন্য সরাসরি উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে সবাইকে আহ্বান জানাই। এমন মানবিক সহায়তার জন্য স্থানীয়রা উপজেলা প্রশাসনকে থন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।