পাকুয়াখালী ট্রাজেডি: পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মানববন্ধন
খাগড়াছড়ি প্রতিনিধি: রাঙ্গামাটির পাকুয়াখালীতে নৃশংসভাবে ৩৫ কাঠুরিয়াকে হত্যার বিচারের দাবিতে ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পুনর্বাসনের দাবিতে খাগড়াছড়িতে সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি শাপলা চত্বর থেকে শোক র্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোক র্যালি শেষে শাপলা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশ থেকে বক্তারা, ১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর ৩৫ কাঠুরিয়াকে হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে সংগঠিত সকল হত্যাকা-ের সুষ্ঠু বিচার ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের ক্ষতিপূরণসহ পুনর্বাসনের জোর দাবি জানান।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক লোকমান হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ আলমগীর কবির, খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি আব্দুল মজিদ, সিনিয়ির সহ-সভাপতি মাসুম রানা প্রমুখ।
প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর রাঙ্গামাটির বাঘাইছড়ির পাকুয়াখালীতে বৈঠকে ডেকে ৩৫ কাঠুরিয়াকে হত্যা করে তৎকালীন শান্তিবাহিনীর সশস্ত্র সন্ত্রাসীরা।