পানছড়িতে আঞ্চলিক সংগঠনের গোলাগুলি, নিহত ১
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার পানছড়িতে পাহাড়ের দুটি আঞ্চলিক সংগঠনের বন্দুকযুদ্ধে ১জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ১৩ অক্টোবর রোববার দুপুরে বন্দুকযুদ্ধ চলাকালে পানছড়ি উপজেলার পুজগাঙ ব্যাতাপাড়া এলাকায় প্রতিপক্ষের গুলিতে ওই ব্যক্তি নিহত হন।
জানা গেছে, প্রসিত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) এর মধ্যে রবিবার সকাল থেকে দফায় দফায় গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। তবে নিহত ব্যক্তি কোনপক্ষের তা নিশ্চিত হওয়া যায়নি এবং নামও নিশ্চিত করা যয় নি।
স্থানীয়সূত্র জানায়, পুজগাঙ ব্যাতাপাড়া এলাকায় রবিবার সকাল ৯টা থেকেই বন্দুকযুদ্ধ শুরু হয়েছে। থেমে থেমে দিনভর চলেছে দুইপক্ষের গুলিবিনিময়। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সেই সংঘাত বন্ধ হয়নি।
সূত্র জানায়, গত কয়েকদিন ধরেই পানছড়ির সীমান্ত এলাকাগুলোতে উত্তেজনা চলছে। এদিকে আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যে দফায় দফায় বন্দুকযুদ্ধ সংঘটিত হওয়ার খবর আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে আবার এটিকে ‘ধর্মযুদ্ধ’ বলেও অ্যাখ্যা দিচ্ছেন। এ নিয়ে সাধারণ পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে আতঙ্ক ছড়িয়েছে। উদ্বেগ উৎকন্ঠায় কাটছে তাদের দিন-রাত।
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, ‘রবিবার সকাল থেকে দুইপক্ষের গোলাগুলির খবর পাচ্ছি। একজন নিহত হয়েছে এমন কিছু ছবি ও ভিডিও ক্লিপস্ পেয়েছি। তবে এলাকাটি অতি দুর্গম এবং অরক্ষিত হওয়ায় আইনশৃঙ্খলাবাহিনী সেখানে মুভমেন্ট করতে পারেনি।’