স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আস্থা ইয়ুথ গ্রুপের ত্রৈমাসিক সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে এ সভা হয়।
প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমিরুল ইসলাম। আস্থা প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন জেলা সমন্বয়ক ধনেশ্বর দেওয়ান। সভায় নাগরিক প্ল্যাটফর্মের সদস্য দূর্বাদল চাকমা ও আস্থা ইয়ুথ গ্রুপের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন বক্তব্য দেন।
সভায় আগামী তিন মাসের কর্মপরিকল্পনা গৃহীত হয়। এর মধ্যে রয়েছে কলেজ ও ইউনিয়ন পরিষদে অধিপরামর্শ সভা, বৃক্ষরোপণ কর্মসূচি এবং পলিথিন বর্জনে সচেতনতামূলক প্রচারণা।
উল্লেখ্য, তৃণমূল উন্নয়ন সংস্থা বাস্তবায়নাধীন ‘আস্থা’ প্রকল্পটি ২০২৩ সাল থেকে খাগড়াছড়ির নয়টি উপজেলায় কার্যক্রম পরিচালনা করছে।