পানছড়িতে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
পানছড়ি প্রতিনিধি: বর্ণিল আয়োজনে পানছড়িতে শুভ উদ্বোধন হয়েছে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্ণামেন্ট। উপজেলার ষোলটি দল নিয়ে এই টুর্ণামেন্টের আয়োজন করেছে পানছড়ি ফুটবল এসোসিয়েশন। মঙ্গলবার ১৭ ডিসেম্বর বেলা দুইটা থেকেই খেলা উপভোগে ছুটে আসে হাজার হাজার ফুটবল প্রেমী। এ সময় চমৎকার ডিসপ্লে পরিবেশন করে পানছড়ি অর্নিবান শিল্পী গোষ্ঠীর শিশু শিল্পীরা।
বেলা আড়াইটায় বেলুন উড়িয়ে টুর্ণামেন্টের উদ্বোধন করেন খাগড়াছড়ির জেলার অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট হাসান মারুফ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আবদুর রব রাজা, পানছড়ি থানার ওসি মো: জসীম উদ্দিন, পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো: বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মো: ইউসুফ আলী প্রমুখ। এতে সভাপতিত্ব করেন পানছড়ি ফুটবল এসোসিয়েশনের আহবায়ক শাহেদুল ইসলাম সুমন। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মো: তোফাজ্জল হোসেন।
দর্শক ভরা মাঠে উদ্বোধনী খেলায় মাঠে নামে ফাতেমানগর একাদশ বনাম বন্ধু কল্যাণ যুব সমবায় সমিতি। খেলাটি নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হলে ট্রাইব্রেকারে বন্ধু কল্যাণ যুব সমবায় সমিতি ৪-২ গোলে জয়লাভ করে। ফাইনাল খেলাটি পরিচলনা করেন ক্যপ্রুচাই মারমা। সহকারী হিসেবে ছিলেন শুভাশীষ চাকমা ও কাউছার আহমেদ।