পানছড়িতে বিএনপি নেতার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পানছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানছড়ি উপজেলা বিএনপি সাংগঠনিক মোঃ ইব্রাহিম’র ব্যক্তিগত পক্ষ থেকে মাইক্রোফোন সহ মাল্টি সাউন্ড বক্স প্রদান করেন।
১৩ জানুয়ারি সোমবার দুপুর ১২ টায় বিদ্যালয়ের অভ্যন্তরীণ অনুষ্ঠান ও অ্যাসেমব্লির সুবিধার্থে মাইক্রোফোন সহ মাল্টি সাউন্ড বক্স প্রদান করেন।
প্রধান শিক্ষক বিপাশা সরকার নিজ হাতে উপহার গ্রহণ করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থীর পরিমাণ বেশি হওয়ায় বিভিন্ন অনুষ্ঠান অ্যাসেম্বলির পিছনের অংশের শিক্ষার্থী পর্যন্ত কথা পৌঁছায় না। উপহারটি পেয়ে আমাদের বিদ্যালয় খুবই উপকৃত হয়েছে।
মোঃ ইব্রাহিম বলেন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষায় ও সামাজিক উন্নয়নমূলক সকল কাজে আমি এবং আমার দল বিএনপি সর্বদাই প্রস্তুত আছি।
এসময় পানছড়ি বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সহ উক্ত বিদ্যালয়ের অন্যান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।