পানছড়িতে বিজিবির অভিযানে অবৈধ কাঠ আটক

শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে। ২০ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৭ টায় লোগাং জোন (৩ বিজিবি) এর নিয়মিত টহল দল এ অভিযান পরিচালনা করে। টহল কমান্ডার জেসিও-১০৮৫৯ নায়েক সুবেদার মোঃ তুষার হোসাইনের নেতৃত্বে এ অভিযানে অংশ নেয় বিজিবি সদস্যরা।

অভিযানকালে পানছড়ি উপজেলার ৫নং উল্টাছড়ি ইউনিয়নের মোল্লাপাড়া এলাকায় (বর্গ-৯২৭৬, এমএস ৭৯ এম/১৫) থেকে ৯৬ টুকরো সেগুন কাঠ জব্দ করা হয়। কাঠের পরিমাণ ৯১.২২ ঘনফুট যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ১৪ হাজার ২৫ টাকা। আটককৃত কাঠ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পানছড়ি বন বিভাগ কার্যালয়ে জমা দেওয়া হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।