পানছড়ি উপজেলাতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

সৈয়দ এম এ বাসার, পানছড়ি: খাগড়াছড়ি জেলা পানছড়ি উপজেলা পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় অধীনে পানছড়িতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে ।

২৩ জুলাই বুধবার সকাল সাড়ে ১০ ঘটিকার সময় উপজেলা অডিটোরিয়াম হল রুমে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় । সুলতান মাহমুদ এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষা অফিসার অরুপ চাকমা,প্রধান অতিথি সে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি সরকারি ডিগ্রী কলেজের প্রফেসর মোহাম্মদ আতিকুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মাহিন,সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার,এছাড়া আর উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।

বক্তব্যে বক্তারা বলেন লেখাপড়ার পাশাপাশি জীবনের লাইফকে সাজাতে হলে মেধাবী হতে হবে মিথ্যা পরিহার করে সত্য বলতে হবে তাহলে জীবন সাকসেস।আলোচনা শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ক্রেস প্রদান করা হয়।

Read Previous

লক্ষ্মীছড়িতে মহিলাদলের সম্মেলন অনুষ্ঠিত : আলেয়া সভাপতি, সম্পাদক মরিয়ম

Read Next

দীর্ঘদিন ধরে অসুস্থ মোবারকের পাশে ইয়াং স্টার ক্লাব

Leave a Reply

Most Popular