• June 30, 2024

পানছড়ি উপজেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব গ্রহণ

 পানছড়ি উপজেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব গ্রহণ
ইসমাঈল বিন ইউসুফ,পানছড়ি: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা পরিষদের দায়িত্ব গ্রহণ ও প্রথম মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুন বুধবার সকাল ১১ টার সময় পানছড়ি  উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৬ষ্ঠ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা,ভাইস চেয়ারম্যান সৈকত চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা  দায়িত্ব বুঝে নেন।
এসময় তাদের ফুল দিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ। আনুষ্ঠানিকতার পর শুরু হয় নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান চন্দ্র দেব চাকমার  সভাপতিত্বে মাসিক সভা। এতে সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ।
এ সময় উপস্থিত ছিলেন  পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.  সমাপণ চাকমা,৫ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ,উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ,সাংবাদিকবৃন্দসহ প্রমুখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply