• December 27, 2024

পানছড়িতে ইউপি চেয়ারম্যান‘র উপর হামলার প্রতিবাদে দীঘিনালায় বিক্ষোভ সমাবেশ

দীঘিনালা প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজির হোসেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দীঘিনালা উপজেলা যুবলীগ।

বুধবার উপজেলার বাবুপাড়াস্থ দলীয় কার্য্যালয় থেকে উপজেলা যুবলীগের সভাপতি মোজাফফর হোসের এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড় সংলগ্ন বঙ্গবন্ধু চত্বরে সমাবেশ করে এতে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ যুবলীগের নেতৃবৃন্দ।

হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবী জানান যুবলীগের নেতৃবৃন্দরা।

প্রসঙ্গ: মঙ্গলবার সন্ধ্যায় আনুমানিক ৭টার দিকে পানছড়ি বাজারের দুর্বৃত্ত সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নাজির হোসেন গুরুতর আহত হয়েছে। সে বর্তমানে চট্টগ্রাম সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post