পানছড়িতে ইপসা শো প্রকল্পের পুরুস্কার বিতরণ ও সম্মাননা
মোফাজ্জল হোসেন ইলিয়াছ: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় স্ট্রেনদেনিং হেলথ আউটকামস ফর ওমেন এন্ড চিল্ড্রেন (ইপসা শো) প্রকল্পে এর মা শিশু ও কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সফল অবদানের জন্য পুরস্কার বিতরণ ও সম্মাননা অনুষ্ঠান আজ বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত হয়েছে। খাগড়াছড়ি জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (উপ-পরিচালক) বিপ্লব বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ মোঃ ইদ্রিস মিয়া।
ইপসা শো প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ জসিম উদ্দিনের স্বাগত বক্তব্যের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পানছড়ি উপজেলা আধুনিক হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সনজিব ত্রিপুরা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহাগ ময় চাকমা, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, পানছড়ি প্রেস ক্লাবের সভ্পাতি নতুন ধন চাকমা প্রমূখ। টেকনিক্যাল কর্মকর্তা বিউটি চাকমা ও মাঠ সম্মনয়কারী বাশরী মারমা পরিচালিত সভায় আরো বক্তব্য রাখেন, ৫নং উল্টাছড়ি ইউপির সাবেক চেয়ারম্যান সুব্রত চাকমা, ২নং চেঙ্গী ইউপির চেয়ারম্যান কালা চান চাকমা, ৫নং উল্টাছড়ি ইউপির চেয়ারম্যান বিজয় চাকমা, ১নং লোগাং ইউপির প্যানেল চেয়ারম্যান জাপান চাকমা প্রমূখ।
আলোচনা সভা শেষে অতিথিগন ইপসা শো সফল পিয়ার এডুকেটর এর উপর ৫জন, সফল চেইঞ্জ মেকার এর উপর ৫জন, সফল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ইউএইচ এর উপর ১জন, সফল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সফল ব্যবস্থাপনা কমিটি ১জন, সফল পরিবার কল্যাণ পরিদর্শিকা ১জন, সফল কমিউনিটি গ্রেুাপ এর ১জন, সফল সিএইচসিপি ১জন, সফল নারী কমিউনিটি হেলথ ওয়ার্কার ৫জন, সফল পুরুষ কমিউনিটি হেলথ ওয়ার্কার ৩জন, সফল কমিউনিটি স্কিলডবার্থ এ্যাটেন্ড্যান্ট ১জন এবং ১২জন অতিথিদের হাতে পুরস্কার তুলে দেন।