• December 4, 2024

পানছড়িতে ইভটিজিং এর অভিযোগে ৬মাসে জেল

পানছড়ি প্রতিনিধি: পানছড়ি উপজেলায় এক সন্তানের জনক ইভটিজারকে ৬মাসের জেল প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। ২৩ জানুয়ারী বুধবার এ সাজা দেয়া হয়। 

ইভটিজিংয়ের দায়ে হিরালাল বড়ুয়ার ছেলে ৩নং পানছড়ি সদর ইউপির আদি ত্রিপুরাপাড়া এলাকার মুদি ব্যবসায়ী ও এক সন্তানের জনক জুয়েল বড়ুয়া (৩০)‘কে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্টেট মোহাম্মদ তৌহিদুল ইসলাম, ইভটিজিং দন্ডবিধি ৫০৯ ধারায় ভ্রাম্যমান আদালত এ সাজা দেন।

জানা যায়, সাজাপ্রাপ্ত যুবক ২৩শে জানুয়ারী বুধবার উপজেলার বিকেলে সনাম ধন্য একটি শিক্ষা প্রতিষ্টানের এসএসসি পরিক্ষার্থীকে উত্যক্ত করলে মেয়েটি থানা পুলিশকে ঘটনাটি অবহিত। পরে পুলিশ বিবাহিত এই যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করলে এ সাজা প্রদান করা হয়।

পানছড়ি থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহষ্পতিবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post