পানছড়িতে নানা আয়োজনে চলছে জাতির পিতার জন্মশত বার্ষিকী
মোফাজ্জল হোসেন ইলিয়াছ; বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ির পানছড়িতে পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৮টায় র্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, রআলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। পানছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, থানার অফিসার্স ইনচার্জ মোঃ দুলাল হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ বাহার মিয়া, জয়নাথ দে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আঃ মোমিন, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, ৩নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান মোঃ নাজির হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।
এদিকে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও স্কুল, কলেজ, বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে এ কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে।