পানছড়িতে ন্যাশনাল লাইফের মৃত্যু দাবির চেক প্রদান

Spread the love
খাগড়াছড়ি প্রতিনিধি: ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোং লিমিটেড খাগড়াছড়ি জেলার পানছড়ি ব্রাঞ্চের গ্রাহক পিংকি চাকমা’র মৃত্যুতে তার নমিনী রূপায়ণ চাকমা’র হাতে মৃত্যু দাবি বাবদ ৭৫ হাজার ৫০০ টাকার চেক প্রদান ও  উন্নয়ন সভা।
২৪ ডিসেম্বর শনিবার পানছড়ি ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোং লিঃ অফিসে মরহুমা পিংকি চাকমা’র নমিনি তার ছেলে রুপান চাকমাকে এই চেক প্রদান করা হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভাইস প্রেসিডেন্ট,এরিয়া ইনচার্জ (উন্নয়ন) মোরশেদ আলী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,পানছড়ি প্রেস ক্লাব এর সভাপতি-বাবু জয়নাথ দেব,জেনারেল ম্যানেজার সেলিম উদ্দিন,জেলা কর্মকর্তা আব্দুর রহিম হৃদয়,পানছড়ি অফিস রিচার্জ মোস্তাফিজুর রহমান প্রমুখ। এতে সভাপতিত্ব করেন সহকারী জোনাল ম্যানেজার সুদত্ত রঞ্জন ত্রিপুরা।
উল্লেখ্য,পিংকি চাকমা বাৎসরিক ৬ হাজার ৮০০ টাকা ১কিস্তি জমা করে ৩ মাস পরেই মৃত্যু বরণ করেন